
মারা গেছেন নামিবিয়ার রাষ্ট্রপতি হেগে গেইঙ্গোব
নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রেসিডেন্সি অফিস সামাজিক যোগযোগমাধ্যমে এক পোস্টে এই শোক সংবাদ জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ....