রূপগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতি ও মাহমুদা বাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতি ও মাহমুদা বাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন বলেন, যুবসমাজ দেশ গড়ার হাতিয়ার।যুবসমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহনের উপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্ক্রতিক পরিমন্ডল। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশও যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার, নীতি নির্ধারক ও সিদ্বান্ত গ্রহনকারী। জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্ঠি। দেশের অসংগঠিত, কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠিকে সুসংগঠিত, সুশৃখল এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে আমাদের সকলের কাজ করা প্রয়োজন।
একটি সমাজ সভ্যতা এবং রাষ্ট্রের পরিবর্তন-পরিবর্ধন ভাঙা এবং গড়ার সবচেয়ে বড় কারিগর যুবসমাজ। কারণ তারুণ্য মানেই উদ্দীপনা, উৎসুক, কৌতূহলী। তারুণ্য মানে বাধা না মানা। তীব্র স্রােতে পাড়ি দেয়া-ই তরুণদের ধর্ম। তারুণ্য একটি অদম্য শক্তি, অপ্রতিরোধ্য ঝড়। একটি দৃপ্ত শপথ। এগিয়ে যাওয়ার দুরন্ত বাসনা। এক অপরাজেয় মনোভিত্তি। তারুণ্য হচ্ছে অসাধ্য সাধনের কারিগর। অফুরন্ত প্রাণশক্তি আর সৃষ্টির উন্মাদনা-ই তারুণ্যের গৌরব। বদ্ধ কুঠিরের দুয়ার চূর্ণ করে যাওয়াটা এর অর্জন। চেতনাদৃপ্ত তরুণরা যখন জেগে ওঠে তখন সকল প্রতিবন্ধকতার সকল চড়াই-উতরাই মাড়িয়ে তারা বিজয় ছিনিয়ে আনে। তাদের ডায়েরিতে পরাজয়, হীনতা, নিচুতা নেই। বিজয়ের পুষ্পমালা তাদের পদচুম্বন করে। আর তারাই কেবল পারে জাতিকে একটি সোনালি সমাজ উপহার দিতে।
আমাদের যুব সমাজ ১৯৭১ সালে আমাদের স্বাধীন একটি দেশ উপহার দিয়েছে, আরো দিয়েছে সবুজের মধ্যে লাল পতাকা,আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দিয়েছে সার্বভৌমত্ব।যে কোন ক্রান্তিকালে আমাদের যুবসমাজ দেশের জন্য কাজ করে থাকে।অনেক সময় তারা ভ্রান্ত পথে পরিচালিত হয়ে যায়। দেশের নষ্ট মানুষগুলি যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে তাদের স্বার্থ আদায় করে থাকে।আমাদের সকলের চোখ খোলা রেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যাতে জীবন আর রক্তের বিনিময়ে অর্জীত আমাদের মহান স্বাধীনতা যেন কলঙ্কিত না হয়।বিজয় দিবসের এই ক্ষণে সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং যাদের আত্মত্যাগে আমরা বিজয় অর্জন করেছিলাম সে সকল সম্মানিতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।