Skip to content

যুক্তরাষ্ট্রের কাছে আরও পেট্রিয়ট চাইলেন জেলেনস্কি

ইউক্রেনের ওপর হামলা আগের চেয়ে জোরদার করেছে রাশিয়া। রুশ হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

টেলিগ্রামে এক বিবৃতিতে রোববার এ কথা জানান জেলেনস্কি। তিনি তার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, আসন্ন রামস্টেইন-ফরম্যাট বৈঠকের আগে প্যাট্রিয়ট ব্যাটারিসহ অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য আন্তর্জাতিক অংশীদারদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ জোরদার করতে। খবর আনাদোলুর।

জেলেনস্কি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট খুব দ্রুত প্রয়োজন ইউক্রেনের নিরাপত্তার জন্য।

সম্প্রতি রাজধানী কিয়েভসহ গোটা ইউক্রেন জুড়ে ভয়াবহ ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এ হামলা থেকে নিজের দেশকে বাঁচাতে এই আকুতি জানান জেলেনস্কি

তিনি আরও বলেছেন, ইউক্রেনের কাছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তা দিয়ে রাশিয়ার হামলা মোকাবেলা করা যাচ্ছে না। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে আলোচনা করে আরো পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আনতে হবে।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ব্যালিস্টিক হামলা থেকে যতটা সম্ভব জীবন রক্ষা করার জন্য মার্কিন পেট্রিয়ট জরুরি ভিত্তিতে প্রয়োজন।

সাম্প্রতিক রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে জেলেনস্কি দাবি করেছেন যে, কৃষ্ণসাগর থেকেও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। এতে ইউক্রেনের পণ্যবাহী জাহাজও হামলার শিকার হচ্ছে।

রাশিয়া কূটনীতি তৎপরতার মাধ্যমে নিঃশর্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে সমুদ্র থেকে ইউক্রেনের শহর ও বন্দরগুলিতে হামলা আগের চেয়ে অনেক বাড়িয়েছে।

জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি কেবল নিরাপদ নৌচলাচল এবং নিরাপদ খাদ্য সরবরাহ রুটই নয়, বরং বৃহত্তর নিরাপত্তা ও শান্তিও বয়ে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *