Skip to content

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন হাজারো মানুষ

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন রাজধানীর বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।সোহরাওয়ার্দী উদ্যানের পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে স্থাপন করা হয় ১০টি মেডিকেল বুথে যেখানে দিনব্যাপী চিকিৎসাসেবা দিয়েছেন তারা।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে এক হাজারের বেশি সাধারণ মানুষকে চিকিৎসক সংক্রান্ত নানা সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা পাওয়াদের মধ্যে ২০০ জনের বেশি ছিলেন হিটস্ট্রোক আক্রান্ত ব্যক্তি, ২০ জন ছিলেন হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত রোগী এবং প্রায় একশ জনের বেশি ছিলেন সমাবেশে এসে নানাভাবে আহত মানুষ। এছাড়া ৫০ জনের বেশি রোগীকে অবস্থা গুরুতর হওয়ায় আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অসংখ্য মানুষের মধ্যে বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *