Skip to content

প্রেম, বিয়ে থেকে মন উঠে গেছে অহনার

সাম্প্রতিক সময়ের জনপ্রিয় অভিনেত্রীর কণ্ঠে শোনা গেছে প্রেম নিয়ে অবিশ্বাস ও ভীতির গল্প। নিজের জীবনের এক অভিজ্ঞতা থেকেই প্রেম-ভালোবাসার প্রতি নাকি অনীহা-ভয়ের সৃষ্টি অহনার।

ভক্তদের প্রশ্ন, তাহলে কি প্রেমে প্রতারিত হয়েছেন অহনা? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, না প্রতারিত হননি। তবে প্রেম নিয়ে অভিজ্ঞতাটা মোটেও সুখকর নয় তার জন্য। যে কারণে বর্তমানে সম্পর্ক নিয়ে বড্ড ভয় কাজ করে।

জীবনের সবটা দিয়ে যাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছিলেন অভিনেত্রী, সেই মানুষটিই তাকে ঠকিয়েছেন। একবার সুযোগও দিয়েছিলেন; কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে ফের তাকে ঠকানো হয় বলেও দাবি করেন অহনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত, প্রেমজীবন ও প্রাক্তনকে নিয়ে অহনার কাছ থেকে উঠে আসে এমন সব কথাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *