ঢাকা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ সরকারের আমলের সব সন্ত্রাস, জামিন বাণিজ্য ও ভোট চুরির প্রতিবাদে বিক্ষোভ করছেন ঢাকা বারের বিএনপিপন্থি আইনজীবীরা।
সোমবার (১২ আগস্ট) সকালে শতাধিক আইনজীবী সমিতির সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করেন। গত রোববার (১১ আগস্ট) তারা একইভাবে এই বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলে আইনজীবীরা বলছেন, গত ১৫ বছর গুটি কয়েক চিহ্নিত আইনজীবী জামিন বাণিজ্য করেছেন, ভোট চুরির মাধ্যমে ঢাকা বারের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, আদালত অঙ্গনে ভয়ের রাজ্য কায়েম করেছেন, তাদের বিচার চাই। তাদের এই আইন অঙ্গনে আর আসতে দেওয়া হবে না।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ঢাকা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ সমর্থিত নেতা-কর্মীদের দেখা যায়নি। এরপর বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতি অঙ্গন এলাকা দখলে নেয়।
বিক্ষোভে অংশ নেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম, হান্নান ভুঁইয়াসহ বিএনপিপন্থি আইনজীবী নেতারা।